JSW বিশ্বধারিণী পুরস্কার 2025 : পরিবেশ-বান্ধব দুর্গাপুজোর উদযাপন

দুর্গাপুজোর আত্মিকতা যে শুধুমাত্র শিল্প, ভক্তি এবং উদযাপন তাই নয়। আমাদের প্রাণপ্রিয় পৃথিবীর প্রতি আমাদের দায়িত্বেরও। আর এই ভাবনা নিয়ে, ABP আনন্দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃতীয়বারের জন্য JSW পেন্টসের নিবেদন JSW বিশ্বধারিণী পুরস্কার 2025 -  সৃজনশীলতা ও দায়িত্বের উৎসব। এই স্বতন্ত্র মঞ্চ সম্মান জানাবে কলকাতার তেমন ২০টি দুর্গাপুজো উদ্যোগকে, যারা তাঁদের উৎসব উদযাপনে প্রাধান্য দিয়েছে স্থায়িত্বের প্রতিজ্ঞা, পরিবেশ-বান্ধব কার্যক্রম ও উদ্ভাবনী শিল্পকে। আগের দুটি সফল পর্বে ১০০-রও বেশি পুজো উদ্যোক্তার সফল অংশগ্রহণের পর, এবার এই উদ্যোগ হয়ে উঠেছে, এক সচেতক-উৎসব উদযাপনের অন্যতম প্রতিভূ। এই বছর  JSW বিশ্বধারিণী পুরস্কার 2025-এর এই উদ্যোগ সবুজ পরিবেশ-বান্ধব পুজোর বার্তাকে আরও বৃহত্তর উদযাপনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। Durga Puja 2025 I

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola