JSW পেন্টসের নিবেদন, JSW বিশ্বধারিণী পুরস্কার। কী বললেন সোনালি এবং ভাস্বর।
JSW পেন্টসের নিবেদন, JSW বিশ্বধারিণী পুরস্কার। পাওয়ার্ড বাই JSW পেন্টস, সহযোগিতায় এবিপি আনন্দ। এই উদ্যোগে সেরাদের বাছাই ও পুরস্কার দেওয়ার কমিটিতে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও অভিনেতা সোনালি এবং ভাস্বর। কী বললেন তাঁরা। দেখে নিন।
JSW বিশ্বধারিণী পুরস্কার, পাওয়ার্ড বাই JSW পেন্টস, সহযোগিতায় এবিপি আনন্দ। এই উদ্যোগ দুর্গাপুজোর ক্যালেন্ডারে প্রত্যাশিত স্বীকৃতিগুলির মধ্যে জায়গা করে নিয়েছে দ্রুত। পুজোর জাঁকজমকে তৃতীয়বারের জন্য আবার হাজির হয় জনপ্রিয় JSW বিশ্বধারিণী পুরস্কার। তৃতীয় এই পর্বে, ইতিমধ্যেই এই উদ্যোগ দুর্দান্ত সাড়া ফেলেছে। পরিবেশগত দায়বদ্ধতার সাথে শৈল্পিক উৎকর্ষতার সংমিশ্রণ। এই লক্ষ্য নিয়ে বাংলার সর্ববৃহৎ এই উৎসবে নিজেদের স্থান পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে মহৎ এই উদ্যোগ।
ব্যতিক্রমী সৃজনশীলতা, শৈল্পিক উৎকর্ষতা এব পরিবেশ-সচেতন অনুশীলনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে সব পুজো আলোকে আসে, তাদের সম্মান প্রদান করে JSW বিশ্বধারিণী পুরস্কার দায়িত্বশীল উৎসবের জন্য একটি নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। এটি শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি একটি ক্রমবর্ধমান আন্দোলন যা প্রতি বছর আরও বেশি পুজো উদ্যোক্তাকে স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে ঐতিহ্যকে পুনঃকল্পনার মধ্যে আনতে অনুপ্রাণিত করে।