JU Student Death:কীসের ভয়ে,কীসের নির্দেশে CCTV বসানো নিয়ে এত দ্বিধা,অবাক যাদবপুরের প্রাক্তন উপাচার্য
Continues below advertisement
Jadavpur University: ছাত্রের প্রাণের বিনিময়েও ঘুম ভাঙল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ৮দিন পরেও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় কর্তৃপক্ষ!ক্যাম্পাস-হস্টেলে শুধু রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত প্রবেশে কড়াকড়ি! কেন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ? কেন শুধু ১১ ঘণ্টা নজরদারি, বাকি সময়ে আবার সেই ঢিলেঢালা নজর? হস্টেলে সিসি ক্যামেরা কবে? এখনও স্পষ্ট জানাতে পারল না কর্তৃপক্ষ! এখনও শুধু কয়েকটি নির্দিষ্ট জায়গায় সিসি ক্যামেরা বসানোর আশ্বাস। আপাতত শুধু গেটে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত: রেজিস্ট্রার। ক্যাম্পাসে মাদক নেওয়ার সময় ধরা পড়লে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
Continues below advertisement
Tags :
JU Jadavpur University ABP Ananda Higher Education Department /West Bengal Abhijit Chakraborty Fact Finding Team