JU Student Death: যাদবপুরে ছাত্রের মৃত্যু, ফের ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব । ABP Ananda Live

Jadavpur University: যাদবপুরে ছাত্রের মৃত্যু, ফের ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব। রাতভর ক্যাম্পাসে থাকার পর অবশেষে ঘেরাও মুক্ত যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস। কীভাবে র‍্যাগিংয়ে ছাত্রের মৃত্যু, এখনও বহু প্রশ্নের উত্তর অধরা: পুলিশ সূত্র। ৯ তারিখ রাত ১০.০৫: ডিন অফ স্টুডেন্টসকে হস্টেল থেকে ছাত্রের ফোন। ছাত্রের ফোন পেয়ে কী পদক্ষেপ ডিন অফ স্টুডেন্টসের? জানতে চায় পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে বেশ কিছু নথিও চেয়েছে পুলিশ। হস্টেলে রুম বন্টনের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কিনা, হস্টেলে কীভাবে থাকার ছাড়পত্র পেত প্রাক্তনীরা ? এই ধরনের বিষয় সংক্রান্ত তথ্য চাওয়া হবে বলে সূত্রের খবর।যাদবপুরের পড়ুয়া মৃত্যু তদন্তে আজ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola