Anubrata Mondal: 'পুলিশের এই কার্যপদ্ধতি অত্যন্ত লজ্জাজনক' অনুব্রতর জামিন-মামলায় মন্তব্য বিচারপতির
জামিনের শুনানিতে অনুব্রতর কাঁটা 'শিবঠাকুর'। 'পুলিশকে ব্যবহার করে একজনকে এভাবে গ্রেফতার করা যায় না। সিবিআই যে আশঙ্কা প্রকাশ করছে তা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না'
'খুনের চেষ্টার অভিযোগে ১ বছর পর অনুব্রতকে কেন গ্রেফতারির প্রয়োজন পড়ল?''কেন এফআইআরের প্রয়োজন পড়ল, কোনও আঘাতের চিহ্ন পেয়েছিলেন?' 'পুলিশের এই কার্যপদ্ধতি অত্যন্ত লজ্জাজনক' অনুব্রতর জামিন-মামলায় মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের
Tags :
Calcutta High Court Anubrata Mondal Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Dubrajpur