Manik Bhatterjee: 'আইন কলেজের একজন অধ্যক্ষ ছিলেন, আইন জানেন না? মানিককে কোর্টে ধমক বিচারকের

Continues below advertisement

Manik Bhatterjee:  নিয়োগ দুর্নীতি (Recruitment scam) মামলায় ব্যাঙ্কশাল আদালতে মানিক ভট্টাচার্যের (Manik Bhatterjee) শুনানি শেষ। 'টেট (TET) ২০১২ ও টেট ২০১৪ সাল মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা তোলা হয়েছে'। 'মানিক ও তাঁর গোটা পরিবার একাধিকবার বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু একটাকাও ব্যাঙ্ক থেকে তোলেনি'। 'একচ্ছত্র ক্ষমতা কাজে লাগিয়ে সার্বিক দুর্নীতি'। 'মানিক এতটাই প্রভাবশালী যে গ্রেফতার হওয়ার পরও তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়নি', আদালতে সওয়াল ইডির (ed)।  মানিক ভট্টাচার্যকে কোর্টে বিচারকের ধমক 
কিছু বলতে চাই, আইনজীবীর মাধ্যমে আবেদন মানিকের । 'আইন কলেজের একজন অধ্যক্ষ ছিলেন, আইন জানেন না?'। 'আপনি হাইকোর্টে যান, কিছু বলতে বলেছি?'। নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিককে ধমক বিচারকের। ধমক খেয়েও কিছু বলার চেষ্টা মানিক ভট্টাচার্যের। মানিকের কথা না শুনে ইডির আইনজীবীকে বলতে বললেন বিচারক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram