Ananda Sokal: 'যে কোনও মূল্য়ে বিচারবিভাগকে রক্ষা করতে হবে', প্রশাসনকে কড়া বার্তা সি ভি আনন্দ বোসর
পোস্টারকাণ্ড এবং আদালতের এজলাস আটকে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করে অভিযোগ খণ্ডন করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশনামায় বিচারপতি মান্থা জানিয়েছেন, বিচারপতির সম্মানহানি হয় এ ধরনের অভিযোগের সঙ্গে তাঁর বাসস্থান নিয়ে বেপরোয়াভাবে পোস্টারে ভুল ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। কারণ এই বাসস্থানের রেজিস্ট্রি, রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স, কলকাতার কাছে করা হয়েছে। সেই নথিও এই মামলার রেকর্ডে রাখতে বলেছেন বিচারপতি। নির্দেশনামায় বিচারপতি মান্থা জানিয়েছেন, কিছু আইনজীবী ও অন্য ব্যক্তিরা আদালতে ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছেন। পোস্টারে মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ এনে তাঁরা আদালতের কাজে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন। মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন পোস্টার দিয়ে আদালত ও বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা আসলে জনমানসে আদালত ও বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সম্প্রদায়ের আত্মবিশ্বাসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করার পাশাপাশি, ঝাঁকুনি দেওয়াও হয়েছে। আদালত অবমাননার রুল জারি করে নির্দেশনামায় বলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
৩ দিন পার, বিচারপতি মান্থার নামে পোস্টারের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। লেক থানার পর হেয়ার স্ট্রিট থানাতেও মামলা রুজু। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেও কেন অধরা দুষ্কৃতীরা?। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সিসি ক্যামেরার ফুটেজের সূত্রেই চলছে অভিযুক্তদের খোঁজ, দাবি পুলিশ সূত্রের।
বিচারবিভাগকে সন্ত্রস্ত করা যায় না, বিশ্বের কোথাও এমন হয় না। যে কোনও মূল্য়ে বিচারবিভাগকে রক্ষা করতে হবে। পুলিশ-প্রশাসন সূত্রে দাবি, হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।
আগামী ৩০ জানুয়ারি রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার শেষ শ্রীনগরে। সমাপ্তি অনুষ্ঠানে ২১টি সম মনোভাবাপন্ন দলের প্রধানকে আমন্ত্রণ। সব দলের প্রধানদের চিঠি পাঠালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আমন্ত্রিত দলগুলির মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস।
সল্টলেকের FD ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। শতাধিক দোকান ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হাওয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।