Jukti Takko: 'বহিরাগত প্রভুদের কাছে শিরদাঁড়াটা বেচে দিয়েছেন',BJP-কে আক্রমণে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
Jukti Takko : 'যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছিল, সেখানে এক বিজেপি নেতা যিনি ঘটনাচক্রে ওখানকার অধ্যক্ষও বটে, তাঁকে অপদার্থ এবং শয়তান দুটোই বলেছিলাম। এখন নিশ্চিত হচ্ছি বলেছি বেশ করেছি, আরও বলব। কলেজে একটা তো নয়ই বরং দুটো সরস্বতী পুজো হয়েছে। যারা হিন্দুত্ববাদী রাজনীতি করছেন, বাংলা থেকে যারা কুম্ভে গিয়ে লাশ হয়ে ফিরে এসেছেন, ডেথ সার্টিফিকেট পাননি তাঁদের বাড়ি গিয়ে বলেছেন সাহায্য করব ? পারবেন না, কারণ বহিরাগত প্রভুদের কাছে শিরদাঁড়াটা বেচে দিয়েছেন।', আক্রমণে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
দোলের মাঝেই হুঙ্কার TMC সাংসদ পার্থর, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে নেই..'
নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, 'বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'
কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই।