Jukti Takko : 'মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় না', বললেন বাকিবিল্লা মোল্লা
ABP Ananda LIVE: 'বাঙালিদের কাছে হিন্দু মুসলিম বিতর্ক খুবই কষ্টের। বর্তমানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনে ৫৬০২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও অন্যান্য বিধ্যেও শিক্ষা প্রদান করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীরা আজ এমবিবিএস এ চান্স পাচ্ছে , ইঞ্জিনিয়ারিং পড়ছে , বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে দেশের নাম উজ্জ্বল করছে।' যুক্তি তক্কে মাদ্রাসা নিয়ে আর কী কী বললেন বাকিবিল্লা মোল্লা ?
Jukti Takko: 'বহিরাগত প্রভুদের কাছে শিড়দাঁড়াটা বেচে দিয়েছেন',BJP-কে আক্রমণে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
'যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছিল, সেখানে এক বিজেপি নেতা যিনি ঘটনাচক্রে ওখানকার অধ্যক্ষও বটে, তাঁকে অপদার্থ এবং শয়তান দুটোই বলেছিলাম। এখন নিশ্চিত হচ্ছি বলেছি বেশ করেছি, আরও বলব। কলেজে একটা তো নয়ই বরং দুটো সরস্বতী পুজো হয়েছে। যারা হিন্দুত্ববাদী রাজনীতি করছেন, বাংলা থেকে যারা কুম্ভে গিয়ে লাশ হয়ে ফিরে এসেছেন, ডেথ সার্টিফিকেট পাননি তাঁদের বাড়ি গিয়ে বলেছেন সাহায্য করব ? পারবেন না, কারণ বহিরাগত প্রভুদের কাছে শিড়দাঁড়াটা বেচে দিয়েছেন।', আক্রমণে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।