Jukti Takko: 'আর একটাও অভয়া যাতে না হয় সেদিকে এগিয়ে যেতে হবে', মন্তব্য দেবাশিষ হালদারের।

Continues below advertisement

RG Kar Live: 'যে আন্দোলন আমরা জুনিয়র চিকিৎসকরা শুরু করেছি, আমাদের পাশে থেকেছেন সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। আমাদের প্রতিটি ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছে। যে স্কুলছাত্রীটি আমাদের পাশে থেকেছে স্কুলের চোখরাঙানি উপেক্ষা করে, বা যে ডেলিভারি বয় নিজের ইনসেনটিভের কথা ভাবেনি, এই আন্দোলন সবার, এই প্রতিবাদের ভাষা সবার। আর জি করে যে নারকীয় ঘটনা ঘটল তার বিরুদ্ধে এই প্রতিবাদ। কারা এই ঘটনা ঘটাল তাদের দ্রুত চিহ্নিত করতে হবে। আর একটাও অভয়া যাতে না হয় সেদিকে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র পুলিশ আর সিসিসটিভি দিয়ে হয় না। বললেন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিষ হালদার। এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে আর কী বললেন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিষ হালদার? ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram