Jukti Takko: 'আমরা বড়ো দুঃসময়ের মধ্যে আছি', বললেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী। ABP Ananda Live

Abhijit Chowdhury: 'আমরা বড়ো দুঃসময়ের মধ্যে আছি। সমাজের প্রতিটা অংশের মানুষ রাস্তায় বেরিয়ে বলছে আমরা বিচার চাই। আমার কর্মজীবনে এমন মানুষের আলোড়ন আমি দেখিনি। আলোড়ন হচ্ছে ঘটনার বীভৎসতায়। এটা শুধু একজন চিকিৎসকের চলে যাওয়ার প্রশ্ন নয়, এটা কর্মক্ষেত্রে সুরক্ষার প্রশ্ন। আমার মনে হচ্ছে লাশ লোপাটের খেতে দ্রুততা ছিল। আমাদের চোখের সামনে ব্যবস্থার যে অবনমন ঘটে চলেছে এবং সেই অবনমনকে যারা প্রতিপালন করছে তাদের প্রতি ঘৃণা বর্ষিত হোক। একটা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে সামগ্রিক চিকিৎসাক্ষেত্র। প্রশ্ন হল, কোন পুলিশ আমার বোনের হত্যাকারীদের ধরবে। বাংলার মানুষের ক্ষোভের গর্জন হচ্ছে দ্রুত অপরাধীকে শনাক্ত কর। আমাদের মাথায় রাখা দরকার এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সুরক্ষা ফিকে হয়ে গেছে।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী? ABP Ananda Live   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola