Sandeshkhali : যুক্তি-তক্কোর লাইভ সম্প্রচারে বেলাগাম কুণাল, পথে নামল বিজেপি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানের শুরুর দিকের বিতর্কের কিছুটা অংশ আপনাদের সামনে রেখেছিলাম, এবার আপনাদের দেখাব অনুষ্ঠানের শেষের কিছুটা অংশ। কারণ, ওপেন ফোরামে, বলতে উঠে, বিজেপির প্রতিনিধি অগ্নিমিত্রা পালকে, নির্লজ্জ, বেহায়া বলে আক্রমণ করেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যা নিয়ে আজ রাস্তায় নামল বিজেপি। কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা। পাল্টা বিক্ষোভ দেখাল তৃণমূলও। অগ্নিমিত্রার অভিযোগ, 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয়, তাই জানে না তৃণমূল'। তৃণমূল মুখপাত্রকে তীব্র আক্রমণের পথে হেঁটেছেন শুভেন্দু অধিকারীও।