Jukti Takko (পর্ব ২): স্বচ্ছতার পরীক্ষাতে পরীক্ষকই ফেল! দুর্ভাগা সব যোগ্য দেখে জালিয়াতির খেল

Continues below advertisement

ABP Ananda LIVE: শিক্ষা নিয়ে দুর্নীতিতে কেন্দ্র-রাজ্য সমান দড় । যোগ্যতাকে বুড়ো আঙুল, ঘুষের পথ চওড়া আরও । স্বচ্ছতার পরীক্ষাতে পরীক্ষকই ফেল! । দুর্ভাগা সব যোগ্য দেখে জালিয়াতির খেল।

"ফেলই যখন বেশিরভাগ ছেলে করেছে, তখন ফেল করাতে লজ্জার কী আছে?" আমাদের স্কুলজীবনে  উচ্চমাধ্যমিকস্তরে পড়তে হত মানিক বন্দ্যোপাধ্যায়ের "পাশফেল" গল্প। সেই গল্পে, ফেল করা ছাত্র বিমলের দিদি, একথা বলেছিল পাশ করা বন্ধু নীরেনকে। কিন্তু যখন, একজন পরীক্ষার্থী নয়, গোটা পরীক্ষা ব্যবস্থাটাই যদি হুড়মুড়িয়ে ডাহা ফেল করে, আর লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, সেটাকে জাতীয় বিপর্যয় বললেও কম বলা হয়। আজ প্রশ্নফাঁস নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে, সংসদও উত্তালহচ্ছে। কিন্তু হাজারো রাজনীতির থেকেও সবথেকে বড় প্রশ্নটা আজ বিশ্বাসের। রাজ্য হোক বা কেন্দ্র, শিক্ষক নিয়োগের পরীক্ষা হোক বা ডাক্তারিতে ভর্তির -- মেধা যদি রেট চার্টের সামনে মূল্যহীন হয়ে পড়ে, তাহলে কী হবে আমাদের ভবিষ্যতের? ঋত্বিক ঘটকের 'নাগরিক' সিনেমার সেই বাবা-র মতো বলতে হয়, "তোর চাকরি পাওয়ার আশা হচ্ছে -- জুয়া খেলা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram