Jukti Takko: বেকারত্ব সমস্যা বাড়তে বাড়তে কত শতাংশে পৌঁছেছে? কী বললেন সৌম্য আইচ রায়?
ABP Ananda LIVE : 'পশ্চিমবঙ্গে যে সরকার ১১ কোটি মানুষের হয়ে কাজ করছে তার নাম তৃণমূল কংগ্রেস। ২ কোটি মানুষ বিরোধী দলকে নির্বাচন করেছে । দলগুলি একে অপরের সঙ্গে দ্বন্দ্বে ব্যস্ত। বেকারত্ব সমস্যা বাড়তে বাড়তে ১৬.২ শতাংশে গেছে অথচ তিলকধারী বিরোধী দল অথবা শাসকদল কারও নজর নেই সেইদিকে', বলছেন সৌম্য আইচ রায়।
Jukti Takko: কুম্ভের নামে লাগাতার মিথ্যাচার হয়েছে : অনির্বাণ রায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্যে কোনও সরস্বতী পুজো বন্ধ হয়নি। রাজনীতির সঙ্গে ধর্মকে মোলানোর বিরোধী ছিলেন সুভাষচন্দ্র । নেতাজীকে দেশবিরোধী ও হিন্দু বিরোধী বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় । মন্বন্তরের সময় প্রাসাদোপম বাড়ি বানিয়েছিলেন শ্যামাপ্রসাদ । মহাকুম্ভে পদপিষ্ট এরাজ্যের বিনোদ রুইদাসকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি । বিভাজনের রাজনীতি রুখবে বাংলা । কুম্ভের নামে লাগাতার মিথ্যাচার হয়েছে । বিভাজনের রাজনীতি রুখবে বাংলা ।', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে কী বললেন অনির্বাণ রায় ?