Jukti Takko:'শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয়',যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন সৃজন ভট্টাচার্য

ABP Ananda LIVE : 'ভোটার বেআইনি হলে সেই ভোট যারা জিতলেন তারা কেন বেআইনি নয়? ভোটার জন্য তৃণমূল যা খুশি করতে পারে..রোহিঙ্গা কি দেখে বোঝা গেল? অনুপ্রবেশের সঙ্গে এই লিঙ্কটা কেন? তখনও লক্ষ লক্ষ অনুপ্রবেশের কথা গল্প ছিল, এখনও তাই..মনের মাধুরি মিশিয়ে ১ কোটি, ২ কোটি যা ইচ্ছা বলছেন..৯ কোটির রাজ্যে ২ কোটি নতুন ঢুকলে বাজারে চাপ পড়বে..চালের উৎপাদন বাড়েনি তাহলে নতুন ২ কোটি কি খেয়ে বেঁচে? গরিব মানুষকে সেকেন্ড ক্লাস করার সিটিজেন করার চক্রান্ত..বাংলার সামাজিক মূল্যবোধের ভিত আলগা করেছে তৃণমূল...তৃণমূলের তৈরি করে দেওয়া জমিতে চাষ করতে পারছে না বিজেপি..বাংলার মিশ্র সংস্কৃতির ধারা বিজেপির কাছে দেওয়াল..এই জন্যই এত বাংলা-বিদ্বেষ বিজেপি..শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয়'। যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন CPM নেতা সৃজন ভট্টাচার্য ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola