Jukti Takko: 'ইতিহাসকে নিয়ে ছেলেখেলা করে বিজেপি', আক্রমণে সুমন বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE : 'বিজেপির DNA-এর মধ্যে যে সংস্কৃতি রয়েছে তাতে তীব্র নারী বিতৃষ্ণা রয়েছে। ১৯২৫ সালে RSS তৈরি হয়েছিল। সেখানকার নেতার মধ্যেও শোনা গিয়েছিল চরম নারী বিদ্বেষ। নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদিকে তরাইনের যুদ্ধের পরবর্তীকালীন হিন্দু সম্রাট বলে বিবেচনা করা হয়। এভাবে ইতিহাসকে নিয়েও ছেলেখেলা করে বিজেপি', আক্রমণে সুমন বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের ভোটের আগে বিজেপির নজরে হিন্দু ভোটব্যাঙ্ক
ছাব্বিশের ভোটের আগে বিজেপির নজরে হিন্দু ভোটব্যাঙ্ক। 'হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে, তা চিন্তার। এখন এটাই বড় প্রশ্ন পশ্চিমবাংলা ভারতবর্ষে থাকবে না, বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। মানুষের স্বার্থরক্ষার জন্য আমরা স্বয়ংসেবকরা আছি, মনে হয় সেটাই যথেষ্ট। ছাব্বিশের নির্বাচনের আগে সেটাই প্রমাণিত হবে', হাওড়া সদরের বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে হুঙ্কার গৌরাঙ্গ ভট্টাচার্যর।