Bratya Basu: ২০২৪ সালে নিট নিয়ে যে দুর্নীতি ঘটল তা একেবারে অচিন্তনীয় অভূতপূর্ব ঘটনা: ব্রাত্য বসু
ABP Aanda LIVE: '২০২৪ সালে নিট নিয়ে যে দুর্নীতি ঘটল তা একেবারেই অচিন্তনীয় অভূতপূর্ব ঘটনা। কেন লুকিয়ে লোকসভা ভোটের রেজাল্টের দিন নিট পরীক্ষার ফল ঘোষণা করা হল? মিডিয়া এবং রাজনৈতিক দলকে লুকিয়ে এই সিদ্ধান্ত কে নিল? বাংলার এতজন ছেলেমেয়েকে বঞ্চিত করা হল, মেধাকে বঞ্চিত করা হল এবং একটা নম্বর কীভাবে দেওয়া হয়েছে , প্রথম হয়েছে ৬৭ জনি ৭২০র মধ্যে ৭১৯ পেয়েছে', আক্রমণ ব্রাত্যর।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live