Jukti Takko: 'শেখ হাসিনা ডিক্টেটর হলে ভারতে এনে জায়গা দিয়েছেন কেন?', অর্জুনকে নিশানা দেবাংশুর

Continues below advertisement

Jukti Takko: অর্জুনবাবু বলেছিলেন বাংলাতেও নেপাল মডেল ফলো করতে হবে। উনি আজ ওনার দল থেকে এটা প্রথম বলেননি। বাংলায় চাকরি নেই বলছেন অথচ কয়েকদিন আগেই দেখলাম উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসেছেন এসএসসি পরীক্ষা দিতে। বলছেন উত্তরপ্রদেশে চাকরি নেই তাই এই বাংলায় এসেছি। কেন চাকরি নেই উত্তরপ্রদেশে ? শুভেন্দু অধিকারী, যিনি নারদায় হাত পাকিয়ে কুখ্যাত হয়েছেন, তার নেতৃত্বে রাজনীতি করে দুর্নীতির কথা বলছেন অর্জুনবাবু। অর্জুনবাবু বললেন, শেখ হাসিনা ডিক্টেটর। তাহলে ভারতে এনে জায়গা দিয়েছেন কেন? তৃণমূল গণতন্ত্রের পক্ষে। যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন দেবাংশু ভট্টাচার্য।

 

'এদেশে কোথায় গণতন্ত্র? প্রত্যেকের নাগরিক অধিকার খর্ব হচ্ছে' বললেন শান্তা দত্ত দে

আজকের প্রজন্মকে বইয়ের পাতা উল্টে দেখা উচিত পৃথিবীর ইতিহাসে কতগুলো বিপ্লব আছে। আজ Gen-Z দুর্নীতিগ্রস্থ শাসকদের তাড়িয়েছে। দু মাস আগে নেপালে গিয়েছিলাম। সুন্দর শহর কাঠমাণ্ডু। বুঝতে পারিনি এত ক্ষোভ জমেছে এদের মনে। নাগরিক অধিকার খর্ব হয়েছে বাংলায়। পড়াশোনার পরেও স্বজনপোষণ হয়েছে। যোগ্য শিক্ষকদের চাকরি গেছে এর জন্য। ব্যাপক শিক্ষকরা রাস্তায় বসে কেঁদেছে। আবারও তাদের পরীক্ষায় বসতে হয়েছে। আর জি করে প্রাতিষ্ঠানিক খুনের বলি হয়েছে ছাত্রী। এখনও সঠিক কিনারা হয়নি। এদেশে কোথায় স্বাধীনতা? কোথায় গণতন্ত্র? বাঁচার পরিবেশ কোথায়? সামাজিকভাবে বয়কট করা হয়েছে নিহত চিকিৎসকের বাবা মাকে। তাদের কী অপরাধ ? আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার খর্ব হচ্ছে। বাকস্বাধীনতার অধিকার খর্ব হচ্ছে। যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে বললেন শান্তা দত্ত দে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola