Debangshu Bhattachrya: 'সজল ঘোষ নরেন্দ্র মোদির নীতির বিরোধিতা করলেন', বললেন দেবাংশু ভট্টাচার্য।

Continues below advertisement

Jukti Tokko: 'সজল ঘোষ নরেন্দ্র মোদির নীতির বিরোধিতা করলেন', বললেন দেবাংশু ভট্টাচার্য। 'সজলদা সি এ এর বিরুদ্ধে', আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের। কেন্দ্রের বিজেপি সরকার দিল্লিতে রোহিঙ্গাদের নিরাপত্তা দিয়েছে', দাবি তৃণমূল নেতা দেবাংশুর। 'রাজ্য়ের বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন কেন ? নিষিদ্ধ PFI-এর মঞ্চে তৃণমূল বিধায়ক কেন ? ধর্ম নিয়ে মন্ত্রী ও মেয়রের মন্তব্য দুর্ভাগ্যজনক । ধর্মান্তকরণের পক্ষে সওয়াল সত্ত্বেও ফিরহাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয় না । বিষয়টি জানেন বলে দায় এড়িয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বিভিন্ন হিন্দু নির্যাতন কেন ? ২০০৫ সালে অনুপ্রবেশের বিরুদ্ধে সংসদে সরব মমতা বন্দ্যোপাধ্য়ায় । অনুপ্রবেশ ইস্যুতে এখন ১৮০  ডিগ্রি উল্টো মমতা বন্দ্যোপাধ্য়ায় অবস্থান । মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার সাথে হিন্দুস্তানের সম্পর্ক ভালো করতে হবে । তার মানে বাংলা কি হিন্দুস্তানের থেকে আলাদা', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে মন্তব্য অগ্নিমিত্রা পালের ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram