Jukti Tokko: 'এখন আমরা বাংলার নির্বাচনে দেখি ওপেন রিগিং', মন্তব্য অধ্যাপক জাদ মাহমুদের

Continues below advertisement

ABP Ananda Live: 'কে কতটা দখল করেছে? কে কতটা সাম্প্রদায়িক, কে কথাটা বহুত্ববাদী এসবের হিসেব কষতে গিয়ে আমরা সবকিছু গুলিয়ে ফেলেছি। বাংলায় প্রচুর রাজনৈতিক ইস্যু আছে, দুর্নীতি আছে। যখন দুর্নীতির কথা শুনি তখন আমার মনে হয় না বাংলা একটা গরীব রাজ্য। বাংলায় প্রতিবছর গড়ে কুড়িটা রাজনৈতিক হত্যা হয়। এখন আমরা বাংলার নির্বাচনে দেখি ওপেন রিগিং। আমরা যেভাবে সমাজের রাজনীতিকরণ দেখছি তাতে শুধু মন্ত্রীরা জেলে যাচ্ছেন তা নয়, আমলারাও জেলে চলে যাচ্ছেন। বাংলার ইতিহাস যদি দেখি, তাহলে দেখব আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। এখন ওড়িশা আমাদের ধরে ফেলেছে। কিন্তু তারপরেও শাসক দল জিতছে কেন? সাধারণ মানুষ হয়তো ঠিক করে ফেলেছে বিরোধী হিসেবে যারা জিতছে তারা জেতার পর যখন তৃণমূল হয়ে যাচ্ছে, তখন বিরোধীদের জিতিয়ে কী লাভ?' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে আর কী বললেন অধ্যাপক জাদ মামুদ? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram