Pankaj Dutta: 'বঙ্গভঙ্গের আঁচ আপনাদের কারও গায়ে লাগেনি', বললেন প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত।

Continues below advertisement

Jukti Tokko: 'বঙ্গভঙ্গের আঁচ আপনাদের কারও গায়ে লাগেনি', বললেন প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। 'তৃণমূল, কংগ্রেস, বিজেপি কারও গায়ে বঙ্গভঙ্গের আঁচ লাগেনি।' আজ যারা বড় বড় কথা বলছেন তারা কেউ জানেন না বঙ্গভঙ্গের পরিণতি। বঙ্গভঙ্গের আঁচ লেগেছে পুলিশের গায়ে', বললেন প্রাক্তন পুলিশকর্তা। 'রাজ্য়ের বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন কেন ? নিষিদ্ধ PFI-এর মঞ্চে তৃণমূল বিধায়ক কেন ? ধর্ম নিয়ে মন্ত্রী ও মেয়রের মন্তব্য দুর্ভাগ্যজনক । ধর্মান্তকরণের পক্ষে সওয়াল সত্ত্বেও ফিরহাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয় না । বিষয়টি জানেন বলে দায় এড়িয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বিভিন্ন হিন্দু নির্যাতন কেন ? ২০০৫ সালে অনুপ্রবেশের বিরুদ্ধে সংসদে সরব মমতা বন্দ্যোপাধ্য়ায় । অনুপ্রবেশ ইস্যুতে এখন ১৮০  ডিগ্রি উল্টো মমতা বন্দ্যোপাধ্য়ায় অবস্থান । মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার সাথে হিন্দুস্তানের সম্পর্ক ভালো করতে হবে । তার মানে বাংলা কি হিন্দুস্তানের থেকে আলাদা', যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে মন্তব্য অগ্নিমিত্রা পালের ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram