Junior Doctors:অবিলম্বে টাস্ক ফোর্স গঠনের নোটিস জারি করতে হবে,দাবি জুনিয়র চিকিৎসকদের।ABP Ananda Live

স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার ৯ দিন, গত ৪০ দিন ধরে আন্দোলনে করছেন জুনিয়র ডাক্তাররা। সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে তাঁরা জানিয়েছেন। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। ছাত্র সংসদ গঠন ও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা। ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন তাঁরা। অবিলম্বে রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠনের নোটিস জারি করতে হবে। প্রত্যেক কলেজে টাস্ক ফোর্সে থাকবেন পড়ুয়া-প্রতিনিধিরা। তৈরি করতে হবে রেসিডেন্সিয়াল ডক্টর্স
অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ভাবে রোগী কল্যাণ সমিতি গঠন করতে হবে। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ফের চিঠি পাঠানোর ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা।                                                                                         

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola