RG Kar Medical: পরবর্তী কর্মসূচি নিয়ে RG Kar মেডিক্যালে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live:  আর জি কর-কাণ্ডের ২০ দিন, আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। পরবর্তী কর্মসূচি নিয়ে আর জি কর মেডিক্যালে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। 

ডোরিনা ক্রসিংয়ে বিজেপির তপশিলি মোর্চার ধর্না ঘিরে নতুন বিতর্ক। গতকালের পর আজ ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। নির্দেশনামায় লেখা ছিল 'ওয়াই চ্যানেল/ডোরিনা ক্রসিং'-এ ধর্নামঞ্চ বাঁধতে পারবে বিজেপি। ওয়াই চ্যানেলে ধর্নামঞ্চে আপত্তি নেই রাজ্যের কিন্তু ডোরিনা ক্রসিংয়ে আপত্তি। ওই জায়গায় ধর্নামঞ্চ তৈরি হলে সাধারণ মানুষের অসুবিধা হবে, দাবি রাজ্যের। ডোরিনা ক্রসিংয়ের শেষপ্রান্ত থেকেই তো ওয়াই চ্যানেল শুরু, মন্তব্য বিচারপতির। যেখানে মঞ্চ বাঁধা হয়েছে, সেখান থেকে ১০ ফুট সরালেই সমস্যা মিটে যায়, সওয়াল রাজ্যের। 'নির্দেশ কার্যকর হয়ে গেছে, ধর্না চালু হয়ে গেছে, আর কিছু করার নেই'। রাজ্য চাইলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে, মন্তব্য বিচারপতি ভরদ্বাজের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram