Abhijeet Ganguly: পূর্ব মেদিনীপুরের জেলা বিচারককে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ অভিজিৎ-এর

এজলাসে বসেই পূর্ব মেদিনীপুরের (Medinipur)জেলা বিচারককে (District judge) ফোন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijeet Ganguly)। জেলা বিচারককে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijeet Gangully)। পেনশন (Pension) দেওয়া হোক নাতিকে, দাবি জানিয়ে হাইকোর্টে (Calcutta High court) আবেদন। হাইকোর্টে আবেদন প্রয়াত শিক্ষিকা শিউলি বর্মনের (Suili Barman)বাবার। ২০২০-র অগাস্টে প্রাথমিক স্কুলের শিক্ষিকা শিউলি বর্মনের মৃত্যু। শিউলির মৃত্যুর সময় তাঁর ছেলের বয়স ছিল ১৫ বছর। সেই সময় তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা চলছিল শিউলির। শিউলির স্বামী তাঁদের সন্তানকে দেখাশোনা করছেন না বলে অভিযোগ। তাই নাতিকে মায়ের পেনশন দেওয়ার দাবি শিউলির বাবার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola