Abhijit Gangopadhyay: 'চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব', এজলাসেই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
নিয়োগ দুর্নীতিকাণ্ডেও (Recruitment Scam) শীঘ্রই সামনে আসতে পারে আরও বিস্ফোরক কোনও তথ্য? পর্দাফাঁস হতে পারে আরও বড় দুর্নীতির? কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt ) এদিন একটি মামলার শুনানিতে সেরকমই ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার ২০১৪-র টেটে OMR শিট সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাসে।
এদিন এজলাসে বিভিন্ন সময় আরও কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'আর কটা দিন আছে, চলে যেতে হবে, কিন্তু কিছু করে যাব। চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব', এজলাসেই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির কথা শুনে আইনজীবী কল্লোল বসু বলেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। পাল্টা বিচারপতি বলে ওঠেন, বিপ্লব দীর্ঘজীবী হবেই। এরপর তিনি বলেন, 'যারা ভুলে যায়, তারা অকৃতজ্ঞ, কিছু করে যাব, এভাবে চলতে পারে না'।