Justice Abhijit Gangopadhyay : কেন্দ্রীয় এজেন্সির পরে এবার বিচারকের ভূমিকাতেও সন্দেহ বিচারপতির

কেন্দ্রীয় এজেন্সির পরে এবার বিচারকের ভূমিকাতেও সন্দেহ বিচারপতির।  হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও 'হস্তক্ষেপ', বিচারকের ভূমিকায় ক্ষুব্ধ খোদ বিচারপতি। ৪ অক্টোবরের মধ্যে বিশেষ সিবিআই  (CBI)আদালতের বিচারকের বদলির নির্দেশ । বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের (Arpan Chatterjee) ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। 'হেফাজতে থাকা অভিযুক্তের অভিযোগে কলকাতা পুলিশকে (Kolkata Police) মামলায় যুক্ত'। 'হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সিটের কাজে হস্তক্ষেপের অধিকার কে দিয়েছে?' 'জানতে পেরেছি এখনও বদলি হয়নি, মাথায় কার হাত?' বিশেষ সিবিআই কোর্টের বিচারকের ভূমিকায় প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন কেউ না আসা পর্যন্ত অর্পণ চট্টোপাধ্যায় কোনও বিচার করতে পারবেন না বলে নির্দেশ। কুন্তল ঘোষের (Kuntal ghosh ) অভিযোগের প্রেক্ষিতে নিম্ন আদালতের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট । কুন্তল ঘোষের অভিযোগের প্রেক্ষিতে অসুবিধেয় পড়ার দাবি সিবিআইয়ের । ধৃত ৪জন শিক্ষক তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ সিবিআইয়ের । ধৃত ৪ শিক্ষককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। 'কেন জেলে পাঠানো হল? কেন এই বিচারক অত্যুৎসাহী হয়ে পড়েছেন?'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola