Abhijit Gangully: সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
Abhijit Gangully: সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। একটা ডিসিপ্লিন আছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। সেটা মেনে চলতে হবে।' তিনি আরও বলেন, আরও কিছু দুর্নীতির মামলা রয়েছে। তবে আমার ধারনা এই একই গ্রাউন্ডে বাকি মামলাও আমার হাত থেকে সরে যাবে'