Abhijit Ganguly:বিচারপতি পদ থেকে অবসর নিয়ে কি বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?ABP Ananda LIVE
বিচারপতি পদ থেকে অবসর নিয়ে, কি রাজনীতিতে আসবেন? কিন্তু তেমনটা হলে, কোন দলে যোগ দেবেন তিনি? বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হলেও, বেশ কিছু ঘটনায়, অনেকের মনে হয়েছিল, তিনি বাম ঘেঁষা। যেমন তাঁর মুখে বিকাশরঞ্জন ভট্টাচার্যের ভূয়শী প্রশংসা শোনা গিয়েছে বারবার, তেমনই আবার তাঁকে দেখা গেছে, বইমেলায় সিপিএমের যুব সংগঠনের স্টলে।
Tags :
DISTRICT Justice Abhijit Ganguly Resignation Abhijit Ganguly In BJP Justice Abhijit Ganguly Left Inclination