Abhijit Ganguly: আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত : বিচারপতি গঙ্গোপাধ্যায়
শিক্ষকদের সুযোগ-সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার আছে। বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে শিক্ষকদের। ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত', শিক্ষক মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তারপরেই আদালত বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ নয়', জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরুলিয়ার প্রাথমিক স্কুল থেকে বদলি নিতে মামলা শিক্ষকের। 'ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে ?৫৬ জন পড়ুয়া রয়েছে', আদালতে জানালেন মামলাকারীর আইনজীবী।
'এখন ভালো করে ছাত্রদের পড়াতে বলুন। এখন আমি কোনও বদলির নির্দেশ দেব না'
'বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি মামলায় রাজ্যের স্কুলগুলির ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চেয়েছিলেন, আমিও চাইছি', বললেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়