Abhijit Ganguly on Corruption:'ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন চৌর্য সাম্রাজ্য দেখছি', বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।ABP Ananda LIVE
'এখনও বহু দফতরে বহু রকমের দুর্নীতি উদঘাটিত হয়নি। সেগুলি সব উদঘাটিত হলে বোঝা যাবে, কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি', কটাক্ষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
Tags :
Justice ABhijit Ganguly Justice Avijit Ganguly Resignation Justice Abhijit Ganguly On TMC Justice Abhijit Ganguly On Corruption