West Bengal Board Syllabus: বদলাচ্ছে নবম-দশমের সিলেবাস? কী বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর ?

Continues below advertisement

এবার সিলেবাস (Syllabus) বদলের বার্তা বিচারপতির। নবম-দশমের (Ninth - Tenth) সিলেবাস দেখিয়ে রাজ্যের এজি-র  উদ্দেশে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu) । 'নবম-দশম শ্রেনির সিলেবাস ৪ বছরেরও বেশি পুরনো'' অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য''চলতি বছরে ৪ লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়'
'সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের  শিক্ষা দফতর''আইসিএসই, সিবিএসই বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা''শুধু শিক্ষক নিয়োগ হলে তাতে লাভ কী হবে!'  'ছাত্র সংখ্যা ৩০ আর সেখানে শিক্ষক ১২', দিনভর ঝগড়া চলছে সেখানে শিক্ষক দের মধ্যে 'সিলেবাসে বদল এনে রাজ্য নতুন কিছু ভাবুক' ,রাজ্যের এজি-কে সামনে রেখে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর। 
'বিচারপতির বার্তা মেনে পদক্ষেপের জন্য চেষ্টা করবো', জানালেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বদলি নীতি পরিবর্তনের জন্য এদিন এজি-কে ধন্যবাদ দেন বিচারপতি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram