SSC: 'গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট গঙ্গার মতো স্বচ্ছ নয়', এটা মনে রাখতে হবে মন্তব্য বিচারপতি বসুর
Continues below advertisement
SSC: 'গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট (Geoup D Waiting List) গঙ্গার মতো স্বচ্ছ নয়' এটা মনে রাখতে হবে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)। 'ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের ক্ষেত্রে এসএসসি (SSC)-কে অনেক বেশি সতর্ক থাকতে হবে'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangully) নির্দেশে ১,৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই ১,৯১১ জনের শূন্যপদে (Vaccent Places)ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে দায়ের মামলাও বিচারাধীন। এমতাবস্থায় বিচারপতি বসুর আজকের মন্তব্য তাৎপর্যপূর্ণ, মনে করছেন আইনজীবীরা
Continues below advertisement