Calcutta High Court: আজ বিচারপতি মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি | ABP Ananda Live

Continues below advertisement

Ananda Khobor: আজ বিচারপতি রাজাশেখর মান্থার(Rajasekhar Mantha) আদালত অবমাননার রুল(contempt of court)জারি নিয়ে শুনানি। কলকাতা হাইকোর্টের(calcutta high court) বিশেষ বেঞ্চে হবে শুনানি। এর আগে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল(contemp of  court) জারি করেন বিচারপতি মান্থা। এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি, আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় রুল জারি। এবার ওই আইনজীবীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে হাইকোর্টে(Calcutta High Court)। বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। রয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশ এদিকে রুলবুক মেনে উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্যের উচ্চশিক্ষার হালহকিকত জানতে রাজভবনে ডাকা হল উপাচার্যদের। নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যপাল। বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এবার তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে CID আধিকারিক-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করল ED। 
গতবছরের নভেম্বরে মুম্বইয়ের ওরলি থানায় অভিযোগ জানান কোলাবার ব্যবসায়ী জিতেন্দ্র নভলানি। অভিযোগ, ফাঁসানোর ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা চাওয়া হয়। ২০ লক্ষ টাকা দেন ওই ব্যবসায়ী। মুম্বইয়ের ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই CID-র এক আধিকারিক-সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ED।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram