High Court: হাইকোর্ট-সহ কোথাও স্লোগান, ব্যানার দেওয়া যাবে না, নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের
'মামলার নিষ্পত্তি (Closure of case) না হওয়া পর্যন্ত হাইকোর্ট (High court) সহ কোথাও কোন বিক্ষোভ অবস্থান করা যাবে না'। স্লোগান (Slogan), ব্যানার (Banner) দেওয়া যাবে না, নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের (Justice bench)। বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) আদালত অবমাননার রুল জারির শুনানিতে নির্দেশ বেঞ্চের। কলকাতার পুলিশ কমিশনার (Kolkata police commisioner), এসিপি হাইকোর্ট (Acp) এবং লেক থানার (Lake police station) ওসি কে নোটিস। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করবেন কমিশনার। কে পোস্টার (Poster) ছাপানোর বরাত দিয়েছিল ? কোন প্রিন্টিং প্রেস থেকে পোস্টার ছাপানো হয়েছিল ? কে বা কারা পোস্টার লাগিয়েছিল ? এই মর্মে রিপোর্ট দেবেন কমিশনার। লেক থানার ওসি সমস্ত প্রয়োজনীয় নথি কমিশনারকে দেবেন। এসিপি হাইকোর্ট পেনড্রাইভ গ্রহণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র আদালতে দেবেন। 'বিক্ষোভকারী আইনজীবী শনাক্তকরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা'। 'রেজিস্ট্রার জেনারেল (Register general) সনাক্তকরন করতে পারবে না'। 'কীভাবে এই নির্দেশ বাস্তবায়িত হবে?', প্রশ্ন বিচারপতি টিএস শিবাগননমের। সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা সম্ভব', সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। পুলিশের দেওয়া সিসিটিভি (cctv) ফুটেজ ও ছবি পেন ড্রাইভে (Pen drive) করে আদালতে পেশ রেজিস্ট্রার জেনারেলের। 'এই ফুটেজ খুলতে তথ্যপ্রযুক্তি আইনে শংসাপত্র প্রয়োজন, পুলিশ সেটা দেয়নি' মন্তব্য বিচারপতি টিএস শিবাগননমের (Ts Shibagananm)। 'কেউ যদি কোন নাম দিতে চান আমরা সেটা গ্রহণ করতে পারি', মন্তব্য বিচারপতি টিএস শিবাগননমের। 'খুব গুরুতর অভিযোগ, একজন ভুল ব্যক্তির নামে অভিযোগ হোক, সেটা চাই না', মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের। 'তাপস মাইতি (Tapas Maity) নামে এক আইনজীবী ১২ জন আইনজীবীর (Lawyears) নামে অভিযোগ করেছেন','যারা ১৩ নম্বর এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন বলে অভিযোগ', 'এদের বিরুদ্ধে এখনই অবমাননার রুল জারি করছি না' মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের(Indraprasanna Mukhopadhhay)।