Ration Scam: 'রেশন বণ্টন দুর্নীতিতে সরাসরি আর্থিক লাভবান হয়েছেন জ্যোতিপ্রিয়',চার্জশিটে উল্লেখ ইডি-র। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় আজ প্রথম চার্জশিট জমা পড়ল ইডি-র (ED)। ইডির বিশেষ আদালতে রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick), ব্য়বসায়ী বাকিবুর রহমানের নামে চার্জশিট জমা ইডি-র। বাকিবুরের ৫টি ও জ্য়োতিপ্রিয়র ৫টি সংস্থার নাম ১৬৮ পাতার চার্জশিটে। চার্জশিটের সঙ্গে ৩ হাজার পাতার নথিও আদালতে জমা ইডি-র। সূত্রের খবর, কীভাবে টাকা নয়ছয় হয়েছে? কীভাবে রেশন দোকান, চালকলকে ব্য়বহার করা হয়েছে, তার উল্লেখ চার্জশিটে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ১০ অক্টোবর ব্য়বসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তার ২ মাসের মাথায় আজ চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ABP Ananda Live
Continues below advertisement