Jyotipriya Mallick: 'উনি, মন্ত্রী যখন নির্দেশ দেন, তখন তো কিছু করতেই হয়' বিস্ফোরক জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক
Continues below advertisement
ইডির ( ED )তদন্তের আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের ( Jyotipriya Mallik ) প্রাক্তন PA অভিজিৎ দাস। অভিজিতের দাবি, মন্ত্রীর নির্দেশেই তাঁর স্ত্রী ও মাকে তিন-তিনটে সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। অভিজিতের আরও দাবি, মন্ত্রীর নির্দেশে ডিরেক্টর হলেও, সংস্থার কাজ সম্পর্কে কিছু জানা ছিল না।
Continues below advertisement