Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেল থেকে আনা হল অ্যাপোলোতে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেল থেকে আনা হল অ্যাপোলোতে । হাসপাতাল সূত্রে খবর, মাথা ঘোরার সমস্যা আছে জ্যোতিপ্রিয়র । দীর্ঘদিন ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সুগার ও প্রেসারের সমস্যাও রয়েছে । জ্যোতিপ্রিয়র অটোনমিক নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করছে কি না জানতে হেড আপ টিল্ট টেস্ট করা হয়েছে । তাঁর কিডনি ঠিকভাবে কাজ করছে কি না, জানতে এদিন রেডিও অ্য়াক্টিভ রেনোগ্রাম টেস্টও করা হয়েছে

আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব। SFI ও DYFI-এর মোট ৭ নেতা-নেত্রীকে তলব

'আন্দোলন সমর্থন করায় ৪৩ জন ডাক্তারকে বদলি করা হয়েছে... হামলাকারীদের না ধরে প্রতিবাদীদের আইনি চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ' বিস্ফোরক অভিযোগ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপির। বললেন, 'উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের থেকেও এগিয়ে মমতা'

IMA-র ডাকে এনআরএস মেডিক্যালেও চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে চলছে আন্দোলন। 

সিজিও-তে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকাল ১০টা নাগাদ বেলেঘাটার বাড়ি থেকে বেরোন সন্দীপ ঘোষ। এদিন অ্যাপ ক্যাবে চড়ে পিছনের গেট দিয়ে CGO কমপ্লেক্সে ঢোকেন তিনি। গতকাল তদন্তকারীরা সহযোগিতা করেছেন, বিষয়টি বিচারাধীন, তাই বেশি কিছু বলব না। জানিয়েছেন RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola