Jyotipriya Mallick Daughter: 'কোম্পানির ডিরেক্টর ছিলাম ঠিকই, কিন্তু...' ইডি-র দাবি নিয়ে কী ব্যাখ্যা জ্যোতিপ্রিয়-কন্যার?ABP Ananda LIVE
Continues below advertisement
কেন্দ্রীয় এজেন্সি তিনটি ভুয়ো সংস্থার কথা বলছে। সেই ব্যাপারে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক এবিপি আনন্দকে বললেন, 'হ্যাঁ কোম্পানির ডিরেক্টর আমি ছিলাম ঠিকই, কিন্তু সে সংস্থা আগেই আমার হাত থেকে চলে গিয়েছে। কোনও মুনাফা না দিয়েই চলে গিয়েছে।' সঙ্গে দাবি, সংস্থায় ৮ কোটি টাকার ৯০ শতাংশ নগদ জমা পড়ার যে দাবি ইডি করছে, তা তাঁর সময়কালের আগে জমা পড়েছিল। টিউশন করে ৩ কোটি টাকা জমা পড়ল কী ভাবে? প্রিয়দর্শিনীর জবাব, 'কোন এইট পাশ লোক এই দাবিটা করেছে, একটু খুঁজে বের করুন তো।'
Continues below advertisement
Tags :
RATION SCAM Jyotipriya Mallick Daughter Reaction Priyadarshini Mallick Reaction Priyadarshini Mallick Reaction On Shell Company