Ration Scam: 'মন্ত্রীর নির্দেশেই সংস্থার ডিরেক্টর...', বিস্ফোরক জ্যোতিপ্রিয়র প্রাক্তন PA। ABP Ananda Live
এবার বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) প্রাক্তন পিএ অভিজিৎ দাস। অভিজিতের দাবি, মন্ত্রীর নির্দেশেই তাঁর স্ত্রী ও মাকে ৩টি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়। ED-র দাবি, ৩টি কোম্পানির ডিরেক্টর পদে নাম ছিল অভিজিৎ দাসের স্ত্রী সুকন্যা ও মা মমতা দাসের। অভিজিতের বিস্ফোরক দাবি, মন্ত্রীর নির্দেশেই ডিরেক্টর করা হয়েছিল। ওই সংস্থাগুলিতে কী কাজ হত জানা ছিল না, শুধু জানতাম মন্ত্রী ব্যবসা করবেন, দাবি অভিজিৎ দাসের। প্রাক্তন পিএ-র আরও দাবি (ration Scam case), ওই সংস্থাগুলি থেকে কোনও টাকা তাঁর স্ত্রী বা মায়ের অ্যাকাউন্টে ঢোকেনি। অভিজিৎ দাসের দাবি, ২০১৪-তে তিনি পদ ছাড়ার পর ৩টি সংস্থার ডিরেক্টর পদ থেকে তাঁর স্ত্রী ও মা সরে যান। এই ৩টি সংস্থা হল শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড।