Jyotipriya Mallick: 'কোনও দিন ১০০ টাকাও দেননি জ্যোতিপ্রিয়', খাদ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার শঙ্কর আঢ্যর

Continues below advertisement

গ্রেফতারির পরেই সুরবদল, জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর। এদিন সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পথে দাবি শঙ্কর আঢ্যর। শঙ্কর আঢ্য দাবি করেন, জ্যোতিপ্রিয়র মেয়ে তাঁকে চেনেন না। উল্টে প্রশ্ন তোলেন, জ্যোতিপ্রিয়র সঙ্গে ভাল সম্পর্ক থাকলে, তাঁকে কেন পুরসভা থেকে সরিয়ে দেওয়া হল? 'কেন ২০২২-এর পুরভোটে টিকিট দেওয়া হয়নি?' জ্যোতিপ্রিয় তাঁকে কোনও দিন ১০০ টাকাও দেননি বলে দাবি করেন শঙ্কর আঢ্য। যদিও ইডি-র দাবি, রেশন দুর্নীতির কালো টাকা শঙ্কর আঢ্যর মানি এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমেই সোনা বা বিদেশি মুদ্রা কিনে সাদা করা হয়েছে। এমনকী, হাওয়ালার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বাইরে পাচার করা হয়েছে বলেও ইডি-র দাবি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram