Jyotipriya Mallik: জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনই করলেন না তাঁর আইনজীবীরা!

Continues below advertisement

মিলল না মুক্তি। আরও ৭দিন ইডি হেফাজতেই থাকতে হবে জ্য়োতিপ্রিয় মল্লিককে ( Jyotipriya Mallik )। আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী দাবি করলেন, তাঁর মক্কেলকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। পার্থ চট্টোপাধ্য়ায় ( Partha Chatterjee ) , অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) পর এদিন, জ্য়োতিপ্রিয় মল্লিককে দেখেও আদালত চত্বরে চোর স্লোগান ওঠে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram