Ration Scam: রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়! ইডি সূত্রে বিস্ফোরক দাবি
খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন দুর্নীতি সম্পর্কে তাঁর কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল। দুর্নীতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন মন্ত্রী। ব্যবস্থা নেওয়ার বদলে উল্টে নিজেকে বাঁচাতে পুলিশের কাছে FIR-কে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেরায় এ কথা স্বীকার করেছেন মন্ত্রী। বিস্ফোরক দাবি ED-র। সূত্রের খবর, সেই সময় পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও কেন ব্যবস্থা নেননি মন্ত্রী? প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় জানান, পুলিশ তদন্ত করছিল বলেই খাদ্য দফতর কোনও ব্যবস্থা নেয়নি। কার নির্দেশে ব্যবস্থা নেননি জ্যোতিপ্রিয়? শুধুমাত্র পুলিশকে জানিয়েই কেন ক্ষান্ত হয়েছিলেন? তা কি নিজেকে বাঁচাতে, নাকি এর পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? খতিয়ে দেখছে ED। এর পাশাপাশি, একাধিক FIR, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কাছে অভিযোগ করার পরেও, কেন রেশন দুর্নীতির আর্থিক লেনদেন নিয়ে তদন্ত হয়নি, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।