Ration Scam: রেশন দুর্নীতিতে সরাসরি জড়িত জ্যোতিপ্রিয়, চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। ABP Ananda Live

West Bengal News: বাকিবুর রহমানকে (Bakibur Rahman) সামনে রেখে খাদ্য দফতরে কার্যত দুর্নীতির র‍্যাকেট চালাতেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। রেশন দুর্নীতিতে সরাসরি জড়িত প্রাক্তন খাদ্যমন্ত্রী। চার্জশিটে বিস্ফোরক দাবি ED-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাকিবুরকে সামনে রেখে দুর্নীতির নীল নকশা তৈরি করেছিলেন জ্যোতিপ্রিয়-ই। তাঁর পরিকল্পনাতেই কালো টাকা সাদা করতে খোলা হয়েছিল একের পর এক ভুয়ো কোম্পানি। দুর্নীতির টাকা পাচার হত এই সমস্ত ভুয়ো কোম্পানির কর্মীদের নামে তৈরি অ্যাকাউন্টে। ED-র দাবি, এই সমস্ত কোম্পানির কর্মীদের লাভের টাকা পাইয়ে দেওয়া ছাড়াও সরকারি দফতরে চাকরি দেওয়ারও প্রমাণ মিলেছে। ঠিক সেই কারণেই বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসকে ভুয়ো কোম্পানির ডিরেক্টর করার পাশাপাশি বন দফতরে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। চার্জশিটে দাবি করেছে ED।  ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola