Bhuban Badyakar: এবার গানের শ্যুটিং করতে মুম্বই উড়ে গেলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর | Bangla News

Continues below advertisement

এবার গানের শ্যুটিং করতে মুম্বই উড়ে গেলেন ভুবন বাদ্যকর। সেখানে একেবারে নতুন লুকে ধরা দিলেন বাদাম কাকু। পাল্টে গিয়েছে হেয়ার স্টাইল। একেবারে যেন 'ছোকরা' হয়ে উঠেছেন। গায়ে আর মলিন জামা নয়। একেবারে ঝলমল করছে। আর গলায় নতুন হার...! এটা দেখে কি কারও কথা মনে পড়েছ ? ভুবন বাদ্যকার অবশ্য এত ভাবতে নারাজ। তিনি নিজেকে নিয়েই মশগুল। আর বলছেন, এক মাসের মধ্যেই আসছে তাঁর নতুন গান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram