Kailash Vijayvargiya: কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে বিতর্ক

Continues below advertisement

বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। সেই উপলক্ষে ইনদৌরে (Indore) একটি ধর্মীয় সভায় হাজির ছিলেন কৈলাস। সেখানে তিনি বলেন, 'রাতে যখন আমি বাইরে বেরোই তখন প্রায়শয়ই দেখি যুবক-যুবতীরা মত্ত অবস্থায় রয়েছে। তখন আমার মনে হয় তাঁদের ভদ্রতা-সভ্যতা শিখিয়ে পাঁচ-সাতটা কষিয়ে থাপ্পড় মেরে দেই।' এরপর কৈলাসের মন্তব্য, 'মেয়েরা এত নোংরা জামাআপড় পরে সে তো আর বলারই নয়। আমরা মহিলাদের দেবীর চোখে দেখি। কিন্তু সেই দেবীত্বর ছিঁটেফোঁটা নেই তাঁদের মধ্যে'। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram