Kakdwip Murder Case: কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে 'খুন', দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশ
Continues below advertisement
২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে 'খুন', দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ২০১৮-র ১৪ মে কাকদ্বীপের বুধাখালিতে বাড়িতেই উদ্ধার হয় দেবু দাস, ঊষারানি দাসের দগ্ধ দেহ। সিটের তদন্ত-রিপোর্ট পাওয়ার পরেই বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতের সমস্ত বিচারপ্রক্রিয়ার উপরেও হাইকোর্টের স্থগিতাদেশ। তৃণমূলে যোগ দিতে না চাওয়ায় দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ করে সিপিএম। শর্ট সার্কিট থেকে আগুন লেগেই দম্পতির মৃত্যু, পাল্টা দাবি করে তৃণমূল। বর্তমানে কলকাতা পুলিশের স্পেশাল সিপির দায়িত্বে দময়ন্তী সেন।
Continues below advertisement