Kaksha Terrorist Arrest: রাজ্যে সক্রিয় বাংলাদেশের জঙ্গি? সন্দেহভাজন জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য।

Continues below advertisement

ABP Ananda Live: রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? কাঁকসায় ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। 'মে মাসে বাংলাদেশে গ্রেফতার ২ আনসার-আল-ইসলাম জঙ্গি'। 'ধৃতদের জেরায় আনসার-আল-ইসলামের বাংলা-যোগের তথ্য'। 'আনসার-আল-ইসলাম ওরফে শাহদাত বাংলাদেশের সক্রিয় জঙ্গি সংগঠন'। শাহদাতের বাংলা মডিউলের মাথা ধৃত মহম্মদ হাবিবুল্লা: এসটিএফ সূত্র। 'বিশেষ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত হাবিবুল্লা'। ধৃত মহম্মদ হাবিবুল্লা কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাকিস্তান-সহ বিশ্বের নানা প্রান্তে রয়েছে শাহদাতের মডিউল: এসটিএফ সূত্র। ধৃত মহম্মদ হাবিবুল্লাকে জেরা বেঙ্গল এসটিএফের, ইউএপিএ ধারায় মামলা রুজু। পরীক্ষার আগে পড়ুয়াদের হস্টেলে বসে প্রশ্ন বিলি! উত্তর মুখস্থ করিয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে ছাদে সব প্রশ্নপত্র জড়ো করে আগুন। এবিপি আনন্দর অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram