Kali Puja 2024: আজ কালীপুজো,দেশজুড়ে শক্তির আরাধনা।দক্ষিণেশ্বর, তারাপীঠ থেকে নীলাচলের কোলে কামাখ্যা
Continues below advertisement
ABP Ananda Live: রাজ্যজুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।
Continues below advertisement
Tags :
Diwali Diwali News Diwali Today Diwali Ka Diwali Live Diwali Festival Celebration Diwali Across India Lakshmi Puja Shubh Muhurat Diwali Festival India Diwali Lakshmi Puja Ayodhya Diwali Celebrations 25 Lakh Diyas Record Ayodhya Ram Temple Diwali Diwali Ayodhya Celebrations First Diwali After Ram Temple Diwali Diyas Ayodhya