Kali Puja: কীভাবে রাজ্যজোড়া নাম কাটোয়ার 'ক্ষেপী-মা'র? আছে রোমহর্ষক কাহিনি
ABP Ananda Live: পরিচিত তিনি কাটোয়ার খেপি মা নামেই। তাঁর কাছে মনবাঞ্চা পূর্ণ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। কালী পুজো উপলক্ষে মন্দিরেই গড়া হয় প্রতিমা। প্রত্য়েক বছরের মতো এই বছরও, পুজো উপলক্ষে চার কেজি সোনা ও পাঁচ কেজি রুপোর গয়না দিয়ে সাজানো হবে মা কালীর প্রতিমা।
আরও খবর, পূর্ব মেদিনীপুরের তমলুকে মা বর্গভীমার মন্দির। কথিত আছে, মা বর্গভীমাকে পুজো দেওয়ার পরই তমলুকে শুরু হয় অন্য়ান্য় কালী পুজো। মা বর্গভীমাকে পুজো দিতে সারাবছর মন্দিরে হয় ভক্তদের সমাগম। তবে কালীপুজো উপলক্ষে বিশেষ আয়োজন হয় মায়ের মন্দিরে।
ন্নয়ন আনা ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। এই অভিযোগ তুলে, মন্ত্রী ও সাংসদের সামনেই, দলীয় বিধায়কের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন গোসাবার তৃণমূলেরই কর্মী-সমর্থকরা। যদিও টাকা আত্মসাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।