Kali Puja 2024: সিঙ্গুরে প্রায় ৫৫০ বছরের প্রাচীন ডাকাত কালীমন্দির, পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ভিড়

Continues below advertisement

ABP Ananda Live: সিঙ্গুরে প্রায় ৫৫০ বছরের প্রাচীন ডাকাত কালীমন্দির। পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। জবার মালা, মিস্টান্ন, ধূপ,মোমবাতি নিয়ে পুজোর লাইনে ভক্তরা। ভোরবেলা মাকে স্নান করিয়ে পরানো হয়েছে বেনারসি শাড়ি। মাথায় মুকুট, কপালে টিপ। অঙ্গে একাধিক অলঙ্কার। পায়ে নুপূর, অপরূপ হয়ে সজ্জিত হয়েছেন মা।

 

 

আরও খবর,

আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা। তারাপীঠে শক্তির আরাধনা চলছে। রীতি মেনে শুরু পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর। 

সকালে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। চুনরি পরিয়ে সাজানো হয় মাকে। এরপর পঞ্চ উপাচারে মঙ্গলারতি এবং নিত্যপুজো। মাকে দেওয়া হয় শীতল ভোগ। নিবেদন করা হয় মিষ্টি, ফল ও মিছরি ভেজানো জল। রাতে মায়ের ডাকের সাজ।  

কালীপুজোর দিন তারা মাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচরকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি পঞ্চব্যঞ্জন সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। এখানকার অন্নভোগের বিশেষত্ব পোড়া শোলমাছ মাখা। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে নিয়ম-নিষ্ঠা মেনে হয় বিশেষ সন্ধ্যারতি। আয়োজন করা হয় বিশেষ নিশি পুজোর। পুজো শেষে নিবেদন করা হয় লুচি, পায়েস, সুজি দিয়ে শীতল ভোগ।                                          

তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি। দেবীও নিরাশ করেননি। মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারা মায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে তারাপীঠ সিদ্ধপীঠ হিসেবেও পরিচিত

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram